
প্রতীকী ছবি
যশোরের মণিরামপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নূর মোহাম্মদ (৪০) ও সবুজ হোসেন (২৫) নামে দুইজন নিহত হয়েছেন।
গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে মণিরামপুর-ঝিকরগাছা সড়কের বাসুদেবপুর পট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ট্রাকটিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
নিহতরা হলেন- মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের মোমিন হকের ছেলে নূর মোহাম্মদ ও রঘুনাথপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে সবুজ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ উদ্দিন।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, রাত আটটার সময় নূর মোহাম্মদ ও সবুজ হোসেন মোটরসাইকেলযোগে ঝিকরগাছা থেকে মণিরামপুরের দিকে আসছিলেন। পথিমধ্যে বাসুদেবপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নূর মোহাম্মদ মারা যান এবং গুরুত্বর আহত অবস্থায় সবুজ হোসেনকে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক সবুজ হোসেনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, সবুজ হোসেন পেশায় শ্রমিক ও নূর মোহাম্মদ রাজমিন্ত্রীর কাজ করতেন। স্থানীয়রা যশোর ট-৯০৪ নম্বরধারী ট্রাকটিকে আটক করেছে।
মণিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন।