Logo
×

Follow Us

জেলার খবর

রাঙ্গামাটিতে সড়কে নির্মাণসামগ্রী রাখায় জরিমানা

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৭

রাঙ্গামাটিতে সড়কে নির্মাণসামগ্রী রাখায় জরিমানা

সড়কে নির্মাণসামগ্রী রাখায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি জেলা শহরের প্রাণকেন্দ্র বনরূপায় প্রধান সড়কের পাশে নির্মাণাধীন ভবনের নির্মাণসামগ্রী ফেলে রাখায় দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, কয়েকদিন ধরেই নির্মাণাধীন ভবনের জন্য নির্মাণ সামগ্রী ফেলে রাখা হচ্ছে প্রধান সড়কের পাশেই। এতে করে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ও নিরাপত্তা ঝুঁকি দেখা হয়েছে। রবিবার দুপুরে পাথর ও ইটের সুরকি সড়ক বেদখল করে রাখায় ভবনের মালিক সিমেন চাকমাকে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার বলেন, ‘ফুটপাত ও সড়কের ওপর অবৈধভাবে নির্মাণসামগ্রী ফেলে রাখা ও গাড়ি থেকে নির্মাণসামগ্রী উঠা-নামা (লোড-আনলোড) করায় এক ব্যক্তিকে দুই হাজার জরিমানা করা হয়েছে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫