কক্সবাজারে প্যারাবনে মিলল জেলের মরদেহ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৩

প্রতীকী ছবি
কক্সবাজার সদরের খুরুশকুল-চৌফলদন্ডী সংযোগ সেতুর পশ্চিম পাড়ের প্যারাবন থেকে মো. ইদ্রিস নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মো. ইদ্রিস খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
গতকাল রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে ব্রিজের পশ্চিম পাশের চরে কাদামাটিতে পড়ে থাকা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, প্রাথমিকভাবে নিহত ইদ্রিস পেশায় একজন জেলে ছিলেন বলে জানা গেছে। সে মৃগী রোগে আক্রান্ত ছিল বলে ধারনা করা হচ্ছে।