শিল্পকলা একাডেমির সাবেক সহ-পরিচালক শাহজাহান কবিরের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৫

শাহজাহান কবির। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি
শিল্পকলা একাডেমির সাবেক সহকারি পরিচালক শাহজাহান কবির মারা গেছেন। আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে রাজধানীর মিরপুর আলোক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বযস হয়েছিল ৮২ বছর। বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
শাহজাহান কবির রেডিও বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের শিল্পি হিসাবেও গান পরিবেশন করেছেন। এছাড়াও জেলা পর্যায়ের শিল্পকলা একাডেমির ট্রেইনার হিসাবে কাজ করেছেন।
তিনি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌরসভার সলেমানপুর নামদারপাড়ার সাবেক পুলিশ অফিসার মৃত রমজান আলীর ছেলে ও পৌরসভার সাবেক কাউন্সিলর শরাফৎ হোসেন পুটকের বড় ভাই।
মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বিকালে জানাজার নামাজ শেষে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি সালাহউদ্দিন বুলবুল সিডল, সাবেক মেয়র জাহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নানা শ্রেণি পেশার মানুষ। শাহজাহান কবিরের মৃত্যুতে বিভিন্ন মহল শোক ও শোকুসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।