Logo
×

Follow Us

জেলার খবর

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৩

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। ফাইল ছবি

সিলেটে ৫ দফা দাবিতে ডাকা পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। বিকেলে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সঙ্গে বৈঠকের পর চলমান কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিকরা। কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন।

এর আগে, সকাল থেকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস লোড বাড়ানো, মামলা থেকে নেতাকর্মীদের মুক্তি সহ ৫ দফা দাবিতে ধর্মঘট শুরু করেছিলো সিলেট জেলা পরিবহন শ্রমিকরা। এ কারনে সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি কিংবা প্রবেশ করেনি। নগরেও যানবাহন চলেনি। এতে করে যাত্রীদের দুর্ভোগ চরমে ছিলো।

এদিকে, ধর্মঘট প্রত্যাহারের পর সিলেটে যানবাহন চলাচল শুরু হয়েছে। নগরেও সিএনজি অটোরিক্সা সহ গণ পরিবহন চালু করেছেন চালকরা। কদমতলীস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে যাচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫