উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৮

উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ছবি: সংগৃহীত
টাঙ্গাইলে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করোটিয়া এলাকায় ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে যায়। এতে কয়েকটি স্টেশনে বিভিন্ন গন্তব্যের ট্রেন আটকা পড়েছে।
বঙ্গবন্ধু পূর্ব রেলওয়ে স্টেশনের টিকেট মাস্টার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ইঞ্জিন বিকল হয়ে পড়ায় বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
এর আগে, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ঘারিন্দা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে সকাল সাড়ে ৭টার দিকে ছেড়ে যায়।
মহেড়া রেলওয়ে স্টেশন অফিসার সোহেল মিয়া বলেন, টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশন থেকে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ছেড়ে আসে। ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। ঢাকা থেকে রিলিফ ট্রেনের ইঞ্জিন আসছে। ট্রেনটি সরানো হলে চলাচল স্বাভাবিক হবে।
ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশনে, লোকাল নাইনটি নাইন ট্রেন বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশনে, বনলতা এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় স্টেশনে আটকা পড়েছে বলে জানা যায়।
এছাড়া ঢাকা থেকে উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশনে আটকা পড়েছে।