ঝিনাইদহ জেলা পরিবেশক সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ১৪:২৩

পরিবেশক সমিতির অনুষ্ঠানে সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলা পরিবেশক সমিতির বার্ষিক বনভোজন ও নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সেখানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের জাতীয় সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবেশক সমিতির সভাপতি আনিচুর রহমান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন আবু শাহরিয়ার জাহেদী পিপুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত।
ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কে অনুষ্ঠিত এ অভিষেক অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মতিন মুক্ত ও নজরুল ইসলাম।
এছাড়া পিকনিক বাস্তবায়ন কমিটির আহবায়ক দেবব্রত দত্ত দেবুসহ জেলার বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।