মানিকগঞ্জে ধর্ষণ চেষ্টায় বাধা দেওয়ায় গৃহবধূকে পিটিয়ে আহত

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ১৮:০২

প্রতীকী ছবি
মানিকগঞ্জে ধর্ষণ চেষ্টায় বাধা দেওয়ায় গৃহবধূর (২৬) উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহতাবস্থায় মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ওই গৃহবধূ ও তার মা।
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের নতুন পালোড়া এলাকায় গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর মা।
অভিযোগ সূত্রে জানা যায়, মাটিকাটা এলাকায় ভুক্তভোগী গৃহবধূর স্বামীর বাড়ি। বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলে ও মেয়েকে সাথে নিয়ে বাবার বাড়ি রওয়ানা হন তিনি। হাটিপাড়া ইউনিয়নের নতুন পালোড়া গ্রামে বাবার বাড়ির কাছাকাছি পৌঁছালে একই গ্রামের মৃত হাসমত ব্যাপারীর ছেলে মোশারফের (৪৭) সাথে দেখা হয়। এসময় মোশারফ তাকে কুপ্রস্তাব দেন। তার কুপ্রস্তাবে রাজি না হলে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করেন। গৃহবধূ চিৎকার শুরু করলে মোশারফ ক্ষিপ্ত হয়ে টানাহেঁচড়া করেন। পরে গৃহবধূর মাথায় লাঠি দিয়ে বাড়ি দেন। এতে গৃহবধূর মাথা ফেটে যায়। এসময় গৃহবধূর মা মেয়ের চিৎকারে এগিয়ে এলে তাকেও মারধর করেন মোশারফ। বর্তমানে গৃহবধূ ও তার মা মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। গৃহবধূর মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, এ ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।