Logo
×

Follow Us

জেলার খবর

প্যারাবন দখলমুক্ত করতে অভিযান

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ১২:২০

প্যারাবন দখলমুক্ত করতে অভিযান

প্যারাবন দখলমুক্ত করেছে বনবিভাগ। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পোকখালীর গোমাতলীতে ২০০ একর প্যারাবন দখল করে বাঁধ দিয়ে  চিংড়ি ঘের নির্মাণ করছিল দুর্বৃত্তরা। খবর পেয়ে গড়ে তোলা বাঁধ কেটে দিয়ে প্যারাবন দখলমুক্ত করেছে বনবিভাগ।

গতকাল শনিবার (২ মার্চ) পশ্চিম গোমাতলী এলাকার  হান্নান মিয়ারগোনার প‌শ্চি‌মে জে‌গে উঠা ম্যানগ্রোভ বাগানে চিংড়ি ঘের তৈরির উদ্দেশ্যে নির্মিত বাঁধ কেটে দেয় বন বিভাগ। 

বিষয়টি নিশ্চিত করেছেন গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. আইয়ুব আলী।

তিনি জানান, নদীর পাড়ে জেগে উঠা প্যারাবন দখল করে চিংড়িঘের তৈরির উদ্দেশ্যে বাঁধ দিয়েছিল দুর্বৃত্তরা। তবে সেখানে কোন গাছ কাটা হয়নি। দীর্ঘ মেয়াদি দখলের উদ্দেশ্যে বাঁধ দেয় তারা। বিষয়টি আমাদের নজরে আসলে ফোর্স নিয়ে বাঁধ কেটে দিয়ে প্যারাবন দখলমুক্ত করা হয়েছে।

পোকখালী বিট অফিসার সাইফুল ইসলাম বলেন, বিভাগীয় বন কর্মকর্তা ও  সহকারী বন সংরক্ষকের নির্দেশে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঘটনাস্থলে গিয়ে বাঁধ কেটে প্যারাবন দখলমুক্ত করা হয়েছে। 

এ ঘটনায় আগেও মামলা রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানান বিট অফিসার সাইফুল।

জানা গেছে, মহেশখালী গোরাকঘাটা রেঞ্জের অধীনে চৌফলদণ্ডী বিট অফিসের আওতায় পোকখালী ৬ নম্বর স্লুইসগেটের সামনে হান্নান মিয়ার ঘোনা ঘের। এর পশ্চিমে প্রায় ২০০ একর জায়গা দখল করে বাঁধ দিয়ে চতুর্দিকে বাঁধ নির্মাণের কাজ করছে একটি প্রভাবশালী চক্র। সন্ত্রাসী দিয়ে চারপাশে পাহারা বসিয়ে বনে এ ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছিল তারা। ফলে পরিবেশ-প্রতিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি আবাসস্থল হারাতে বসেছিল ম্যানগ্রোভ অরণ্যে আশ্রয় নেওয়া নানান প্রজাতির প্রাণী।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫