লক্ষ্মীপুরে চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ১৪:০১

গ্রেপ্তারকৃত আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য। ছবি: লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
আজ রবিবার (৩ মার্চ) ভোর রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পালপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাই ৩টি গরু, ৫টি ছাগল ও একটি সিএনজি জব্দ করা হয়।
পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত চারজনই আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। দুপুরে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- রায়হান হোসেন সজিব (১৯), বেলায়েত হোসেন(৪০), জোবায়ের হোসেন শিবলু (২৪) ও ফরহাদ (১৯)। এরা সবাই সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা এলাকার পাঁচপাড়া এলাকার বাসিন্দা।
চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, ভোর রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের কাছ থেকে ৩টি চোরাই গরু ও ৫টি ছাগল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।