Logo
×

Follow Us

জেলার খবর

হবিগঞ্জে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল ২ শ্রমিকের

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ১৯:১৭

হবিগঞ্জে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল ২ শ্রমিকের

প্রতীকী ছবি

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশা যাত্রী দুই শ্রমিক নিহত হয়েছেন।

নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার মিটামইন উপজেলার বাসিন্দা আব্দুল হাকিম (৩৮) ও মুলচান বিবি (৫০)। 

আজ রবিবার (৩ মার্চ) দুপুরে উপজেলার আউশকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, নবীগঞ্জের আউশকান্দি থেকে শায়েস্তাঞ্জমুখী অটোরিকশাটিকে সিলেটগামী একটি ট্রাক চাপা দেয়। এতে আব্দুল হাকিম ও মুলচান বিবি ঘটনাস্থলেই মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ দুটি ও আহত আরো দুজনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আব্দুল হাকিম ও মুলচান বিবি মৌলভীবাজারে শ্রমিকের কাজ করতেন। তারা রবিবার বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে হাইওয়ে পুলিশ নিশ্চিত করেছে।

এদিকে সড়ক দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫