Logo
×

Follow Us

জেলার খবর

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ১৮:০৫

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় সড়ক দুর্ঘটনায় এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এসময় আরো পাঁচজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, একটি অটোরিকশা করে কুতুপালং বাজার-বালুখালী যাওয়ার পথে পেছন দিক থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এসময় পথচারী মৌলভী ইদ্রিস গুরুতর আহত হন। তাৎক্ষণিক পাশের এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রোহিঙ্গা হলো উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ-৫ ব্লকের বাসিন্দা সৈয়দ আহমদের ছেলে মৌলভী ইদ্রিস (৪৭)।

গুরুতর আহতরা হলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়ার বাসিন্দা আব্দুস ছালামের ছেলে গাড়ি চালক খায়রুল বাশার (৪০), উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের বাসিন্দা আব্দুল বাশারের ছেলে নুরুল আমিন (৫০), একই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল আমিনের ছেলে কলিম উল্লাহ (২০), উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা অলি আহাম্মদের স্ত্রী রহিমা খাতুন (৫০) ও অলি আহমদের ছেলে নুর হাসিম (১২)।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ নাজমুল হোসেন।

তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে এবং গুরুতর আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে৷ দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫