Logo
×

Follow Us

জেলার খবর

বর্ধিত সময়েও ফসল রক্ষা বাঁধের কাজ না হওয়ায় প্রতিবাদ

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ১২:৪৪

বর্ধিত সময়েও ফসল রক্ষা বাঁধের কাজ না হওয়ায় প্রতিবাদ

ফসল রক্ষা বাঁধের কাজ না হওয়ায় মানববন্ধন। ছবি: সুনামগঞ্জ প্রতিনিধি

বর্ধিত সময়েও ফসল রক্ষা বাঁধের কাজ না হওয়ায় সুনামগঞ্জে প্রতিবাদ সমাবেশ করেছে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি।

গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে সাড়ে ১০ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, অ্যাডভোকেট বুরহান উদ্দিন দোলন, অ্যাডভোকেট মনিষ কান্তি দে মিন্টু, অ্যাডভোকেট সবিতা চক্রবর্তী, অ্যাডভোকেট মহসিন রেজা মানিক, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুখেন্দু সেন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, সদস্য রমেন্দ্র কুমার দে মিন্টু, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সহ-সভাপতি মো. আলীনুর, সাংগঠনিক সম্পাদক শহীদনুর আহমেদ, শান্তিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আবু সইদ, জেলা নিসচা মহিম তালুকদার প্রমুখ।

এই প্রতিবাদ সমাবেশ সর্বস্তরের জনগণসহ বিভিন্ন সংঘটনের নেতৃবৃন্দ একাত্মা প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ফসল রক্ষা বাঁধ নির্মাণে সরকারের কোটি কোটি টাকা লুটপাট করা হচ্ছে। নীতিমালা অনুযায়ী বাঁধ নির্মাণ করা হয়নি। এখনো বাঁধ নির্মাণের কাজ চলছে। কিন্তু ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ বাঁধের কাজ শেষ করার নির্দেশনা ছিল। ৭ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হলেও শেষ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে থাকা পিআইসিরা। বাঁধ ভেঙে ফসলের ক্ষতি হলে সংশ্লিষ্টের বিরুদ্ধে মামলা করার হুশিয়ারি দেন বক্তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫