Logo
×

Follow Us

জেলার খবর

হবিগঞ্জ জেলা পরিষদের নতুন চেয়ারম্যান আলেয়া আক্তার

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ১৯:৪২

হবিগঞ্জ জেলা পরিষদের নতুন চেয়ারম্যান আলেয়া আক্তার

নির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তার। ছবি: হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচনে সদর আসনের এমপি আবু জাহির পত্নী আলেয়া আক্তার ৫৬৪ ভোট পেয়ে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী পেয়েছেন ৫০১ ভোট।

আজ শনিবার (৯ মার্চ) বিকাল ৩টার পরে মোট ৯টি কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।

এর আগে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা দুপুর ২টা পর্যন্ত চলে। কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন শেষ হয়েছে। জেলায় মোট ভোটার সংখ্যা এক হাজার ১০৪ জন। কাস্টিং হয়েছে এক হাজার ৬৫ ভোট।

উল্লেখ্য, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে পদত্যাগ করায় পদটি শূন্য ঘোষণা করা হয়েছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫