Logo
×

Follow Us

জেলার খবর

কক্সবাজারে ১০ একর বনভূমি জবরদখল মুক্ত

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ২৩:৪৫

কক্সবাজারে ১০ একর বনভূমি জবরদখল মুক্ত

ঝিলংজায় ১০ একর বনভূমি জবরদখল মুক্ত করেছে প্রশাসন। ছবি- কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদরের ঝিলংজায় ১০ একর বনভূমি জবরদখল মুক্ত করেছে প্রশাসন। এসময় ৬ টি টিনের ঘর ও ২ টি পানের বরজ উচ্ছেদ করা হয়েছে। 

আজ রবিবার (১০ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে লিংকরোড়ের দক্ষিণ মহুরিপাড়াস্থ সিরাজঘোনা এলাকা থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।  

সমীর জানান, সংরক্ষিত বনাঞ্চলে নবনির্মিত ৬টি টিনের ঘর ও ২টি নবনির্মিত পানের বরজ উচ্ছেদ করা হয়েছে। অবৈধ জবরদখলকৃত প্রায় ১০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। 

কক্সবাজার সদর উপজেলার  সহকারী কমিশনার (ভূমি) আরিফুল্লাহ নিজামীর নেতৃত্বে অভিযানে ছিলেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ, কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা  সমীর রঞ্জন সাহা,পুলিশ, আনসার, বিট অফিসার, বনকর্মী ও সিপিজি সদস্যরা। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫