নেত্রকোণায় নারী উদ্যোক্তাদের মাঝে ল্যাপটপ বিতরণ

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ১৫:০১

নারী উদ্যোক্তাদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান। ছবি: নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার সদর উপজেলার ২৫ জন নারী উদ্যোক্তার মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার (১২ মার্চ) সকালে নেত্রকোণা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারী উদ্যোক্তাদের হাতে ল্যাপটপ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।
তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে, হার পাওয়ার প্রোজেক্টের বাস্তবায়নে ওমেন ই-কমার্স প্রফেশনাল প্রশিক্ষণ শেষে ২৫ জন নারী প্রশিক্ষণার্থীদের প্রত্যেকের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিপিন চন্দ্র বিশ্বাস, নেত্রকোণা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তারসহ প্রশাসনের কর্মকর্তারা।