-১৩-65f18ff103119.jpg)
সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় স্বজনদের আর্তনাদ। ছবি: চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ইট বোঝাই চলন্ত ট্রাক্টরের ট্রলিতে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে মিনারুল (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মিনারুল চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়া গ্রামের নতুনপাড়ার সার্থকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বুধবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে দর্শনার ঈশ্বরচন্দ্রপুরের মোহাম্মদ ফরমানের সুপার ইটভাটা থেকে ট্রাক্টরের ট্রলিতে ইট বোঝাই করে ট্রাক্টরের চালক দর্শনার দক্ষিণচাঁদপুরের বাসিন্দা ফিনু সেটা চালিয়ে যাচ্ছিল। ইট ভাটার ২০০ গজ অদূরে ট্রলিটি চলে আসলে তাতে উঠতে যান মিনারুল। এসময় তিনি পা পিছলে চলন্ত ট্রাক্টরের চাকার নিচে পড়ে যান। এতে তার শরীরের উপর দিয়ে চলে যায় ট্রাক্টরটি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিনারুলের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে রাখা আছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, দুর্ঘটনার ব্যাপারে শুনেছি। তবে অভিযোগ পেলে ইটভাটা মালিক ও ট্রাক্টর চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।