Logo
×

Follow Us

জেলার খবর

শেরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ১৫:১৫

শেরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী। ছবি: শেরপুর প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (২৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এসব প্রতিযোগিতার মধ্যে ছিলো- হামদ ও নাথ, বাংলা ও ইংরেজি রচনা, বাংলা কবিতা, একক বিতর্ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ও মুক্তিযুদ্ধ, দেশাত্মবোধক গান, রবীন্দ্র, নজরুল, উচ্চাঙ্গ ও লোক সংগীত, দলভিত্তিক জারি গান নৃত্য উচ্চাঙ্গ লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এসব প্রতিযোগিতায় বিদ্যালয়ের পঞ্চম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে পৃথক দুইটি গ্রুপে অংশগ্রহণ করে। 

প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকারীরা পরবর্তীতে উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। এসব প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষকরা বিচারকের কার্যাদি সম্পন্ন করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫