Logo
×

Follow Us

জেলার খবর

কিশোরীকে ধর্ষণের ভিডিও করে ব্ল্যাকমেইল, আটক ৪

Icon

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ১৪:০১

কিশোরীকে ধর্ষণের ভিডিও করে ব্ল্যাকমেইল, আটক ৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক কিশোরীকে ধর্ষণ ও  তার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে চার যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

রবিবার (১৯ এপ্রিল) উপজেলার কাঠিয়ারপাড়া থেকে মধ্য রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কাঠিয়ারপাড়ার নিশান আলী, জহুরুল ইসলাম জনি, শামীম রেজা ও হিমেল।

এ সময় মোবাইল ফোন, ল্যাপটপ ও পেনড্রাইভ জব্দ করা হয়।

র‌্যাব জানায়, কয়েকমাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ওই কিশোরীকে ধর্ষণ করে নিশান আলী। ওই ধর্ষণের ভিডিও করে তার বাকি তিন বন্ধু। পরে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের হুমকি দিয়ে চারজন মিলে একাধিকবার ধর্ষণ করে কিশোরীকে। পাশাপাশি নগদ অর্থও আদায় করে। 

এক পর্যায়ের বিষয়টি নিয়ে ওই কিশোরীর পরিবার র‌্যাবের সঙ্গে যোগাযোগ করেন।

এরই পরিপ্রেক্ষিতে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে চারজনকে আটক করে। 

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‍্যাব। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫