Logo
×

Follow Us

জেলার খবর

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ২৩:২৯

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের চকরিয়ায় ধানখেতে কাজ করার সময় বন্যহাতির আক্রমণে মো. বেলাল উদ্দিন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় কামাল হোসেন (৪৫) নামের আরেক কৃষক আহত হন।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের চিতারবিল এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া কৃষক বেলাল হারবাং ইউনিয়নের ভান্ডারীরডেবা এলাকার বাসিন্দা।

হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন জানান, দুপুরে পাহাড় সংলগ্ন নিজের ধানখেতে আগাছা পরিষ্কার করছিলেন বেলাল। এ সময় দলছুট একটি বন্যহাতি অতর্কিত হামলা চালায়। বেলালকে শুঁড় দিয়ে ধরে পায়ের নিচে পিষ্ট করে হাতিটি। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। একই কায়দায় কৃষক কামালের ওপরও হামলা চালায় হাতিটি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫