Logo
×

Follow Us

জেলার খবর

টেকনাফে অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ১২:২৩

টেকনাফে অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

অস্ত্রসহ গ্রেপ্তারকতৃ যুবক। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশিয় তৈরি একটি বন্দুক।

গ্রেপ্তারকৃত কামাল হোসেন (২৬) সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ উত্তর মাঝেরপাড়ার নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, গতকাল শনিবার রাতে (৩০ মার্চ) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মাঝেরপাড়ায় এ অভিযান চালানো হয়।

সাজ্জাদ হোসেন বলেন, ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মাঝেরপাড়ায় কতিপয় লোকজন অস্ত্রের চালান লেনদেনের জন্য অবস্থান করছে খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এতে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে সন্দেহজনক এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে ধৃত করতে সক্ষম হয়। পরে গ্রেপ্তার ব্যক্তির দেহ তল্লাশি করে পাওয়া যায় দেশিয় তৈরি একটি বন্দুক জানান তিনি।

সাজ্জাদ জানান, গ্রেপ্তার ব্যক্তি একজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫