Logo
×

Follow Us

জেলার খবর

টেকনাফের পাহাড়ে বন্য হাতির মৃত্যু

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ১৪:৪৪

টেকনাফের পাহাড়ে বন্য হাতির মৃত্যু

মৃত বন্য হাতি। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের লেদা পাহাড়ি এলাকা থেকে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পাহাড়ে হাতিটির মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৭০ থেকে ৮০ বছর বয়সী হাতিটি বার্ধক্যজনিত কারণে মারা যেতে পারে। 

বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় বনকর্মকর্তা আবুল কালাম সরকার। তিনি জানান, ধারনা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে হাতির মৃত্যু হয়েছে। এই হাতির বয়স ৭০-৮০ বছর হবে। হাতিটি উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়েছে। হাতির ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

টেকনাফের হ্নীলা ইউপি সদস্য নুরুল হুদা জানান, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় একটি হাতির মৃত্যু হয়েছে। মাসখানেক আগে হাতিটি ওই এলাকায় অবস্থান করেছিল বলে রোহিঙ্গাদের মাধ্যমে শুনেছি। আজ খবর পেলাম হাতিটি মারা গেছে। হাতির অভয়ারণ্য মানুষ নষ্ট করে ফেলেছে। তাই এখন এসব হাতি আশ্রয়হীন হয়ে পড়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫