Logo
×

Follow Us

জেলার খবর

রুমার সোনালী ব্যাংকের ভল্ট অক্ষত, টাকা খোয়া যায়নি: সিআইডি

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ১৯:০০

রুমার সোনালী ব্যাংকের ভল্ট অক্ষত, টাকা খোয়া যায়নি: সিআইডি

গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) রাতে বান্দরবানের রুমা উপজেলা সদরে অবস্থিত সোনালী ব্যাংক শাখায় হামলা চালিয়ে ১৪টি অস্ত্র ও গুলি লুট করে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ‘কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর সদস্যরা। ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনায় ভল্ট অক্ষত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত দল (সিআইডি)।

আজ বুধবার (৩ এপ্রিল) দুপুরে কক্সবাজার থেকে তদন্তে আসা সিআইডির এক কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সিআইডির চট্টগ্রাম রেঞ্জের কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি শাহ নেওয়াজ খালেদ জানান, কক্সবাজার থেকে ক্রাইম সিনের দুটি তদন্ত দল এসে ব্যাংকের সব আলামত সংগ্রহ করেছে। ভল্টের সব টাকা পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

তিনি বলেন, বান্দরবানে রুমা উপজেলায় সোনালী ব্যাংকে সশস্ত্র হামলা চালিয়ে ১৪টি অস্ত্র ও গুলি লুট করলেও চাবির অভাবে ভল্ট খুলতে পারেনি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী। তাই সেখানে থাকা এক কোটি ৫৯ লাখ ৬৬ হাজার টাকা অক্ষত রয়েছে।

এদিকে সূত্র থেকে জানা যায়, সন্ত্রাসীরা অস্ত্র উচিয়ে ম্যানেজারের কাছে থাকা ভল্টের চাবি নিয়ে নিলেও আরেকটি চাবি ছিল। ক্যাশিয়ারকে না পাওয়ায় দ্বিতীয় চাবিটি যোগাড় করতে পারেনি। ভল্ট খুলতে দু'টি বিশেষ চাবির দরকার হয়। এর দুটি থাকে দুজনের কাছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাতে বান্দরবানের রুমা উপজেলা সদরে অবস্থিত সোনালী ব্যাংক শাখায় হামলা চালিয়ে ১৪টি অস্ত্র ও গুলি লুট করে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ‘কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর সদস্যরা। এ সময় ব্যাংক ম্যানেজার মো. নাজিম উদ্দিনকে অপহরণ করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫