Logo
×

Follow Us

জেলার খবর

ডোমারে পুত্রবধূকে নির্যাতনের অভিযোগে শ্বশুর-শাশুড়ি আটক

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ১৬:০৭

ডোমারে পুত্রবধূকে নির্যাতনের অভিযোগে শ্বশুর-শাশুড়ি আটক

পুত্রবধূকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তারকৃত শ্বশুর-শাশুড়ি। ছবি: নীলফামারী প্রতিনিধি

নীলফামারী ডোমারে শ্বশুর-শাশুড়ির হাতে পুত্রবধূ নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে রাতেই তাদের আটক করে পুলিশ।

আজ রবিবার (৭ এপ্রিল) ভোর রাতে উপজেলার জোড়াবাড়ীর ইউনিয়নের ডারকামারী গ্রামের নিজ বাড়ি থেকে শ্বশুর মোস্তফা হোসেন (৫০) ও শাশুড়ি মিনি বেগমকে (৪৫) আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

নির্যাতিতা গৃহবধূ শেফালী বেগম (২৫) জানান, ৭ বছর আগে জোড়াবাড়ী ইউনিয়নের দ্বাড়িকামারী এলাকার শাহজাহান আলীর সঙ্গে প্রেম করে বিয়ে হয় তাদের। শেফালী সাতক্ষিরা জেলার করলা উপজেলার মৃত আব্দুল লতিফের মেয়ে। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে সংসার করছেন তিনি। প্রেমের বিয়ের কারণে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে নির্যাতিত হওয়ার অভিযোগ করেন ওই গৃহবধূ।

ডোমার থানা অফিসার ইনচার্জ মো. মহসীন আলী জানান, সোশ্যাল মিডিয়ায় একটি নির্যাতনের ভিডিও দেখে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুর-শাশুড়িকে আটক করা হয়। রবিবার বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫