Logo
×

Follow Us

জেলার খবর

চুয়াডাঙ্গায় ঐতিহ্যবাহী উৎসবে বর্ষবরণ

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪, ১৯:২০

চুয়াডাঙ্গায় ঐতিহ্যবাহী উৎসবে বর্ষবরণ

বর্ণিল আয়োজনে বর্ষবরণ। ছবি: চুয়াডাঙ্গা প্রতিনিধি

বাংলা নববর্ষ উদযাপিত চিরায়ত বাংলার ঐতিহ্যে লালিত বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ বাঙালি জীবনকে প্রবলভাবে আপ্লুত করে এবং পুরাতনকে পেছনে ফেলে সামনে এগিয়ে চলার অফুন্ত অনুপ্রেরণা যোগায়। 

চুয়াডাঙ্গায় বাঙালি কৃষ্টি ও ঐতিহ্যের সমন্বয়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩১। 

এ দিবস উপলক্ষে আজ রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে ভিক্টোরিয়া জুবিলি (ভি.জে.) সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ও পুলিশ সুপার আর.এম.ফয়জুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন মুক্তমঞ্চ মাঠে এসে শেষ হয়। এ শোভাযাত্রায় ব্যক্তি, পরিবার, সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করে। মুক্ত মাঠে তিনদিন ব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এরপর আলোচনা অনুষ্ঠান হয়।

এছাড়াও বাংলা বর্ষবরণ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি পালিত হয়। সরকারী শিশু সদন, সদর হাসপাতালে এবং জেলা কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। ২ বৈশাখ সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চিত্রাংকন, আবৃত্তি, দেশাত্মবোধক গান ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৩ বৈশাখ সকাল ১০টায় একই স্থানে রচনা প্রতিযোগিতা ও বেলা ১১টায় জেলা সরকারী গণগ্রন্থাগার প্রাঙ্গণে মাটির ঘর, পুতুল, নৌকা, আলপনা ও কাগজের ঘুড়ি তৈরি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫