সুনামগঞ্জে ২১০টি গাঁজা গাছসহ যুবক গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ২০:৪৮

ছবি: সাম্প্রতিক দেশকাল
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২১০টি গাঁজা গাছসহ বিল্লাল গাজী (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের ছিসকা গ্রামের মৃত খোরশেদ আলী ছেলে।
পুলিশ জানায়, উপজেলা সদর ইউনিয়নের ছিসকা গ্রামে গত সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার ওসি আতিকুর রহমানের নিদের্শনায় এসআই জহুর লাল ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বিল্লাল গাজীর বাড়ির উঠান থেকে বিভিন্ন উচ্চতার ২১০টি গাঁজা গাছ জব্দ করে। পরে আটক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে ।