Logo
×

Follow Us

জেলার খবর

চিকিৎসকের ওপর হামলা ও চিকিৎসায় অবহেলা মানব না: স্বাস্থ্যমন্ত্রী

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ২৩:০৫

চিকিৎসকের ওপর হামলা ও চিকিৎসায় অবহেলা মানব না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, কোনো চিকিৎসকের ওপর হামলা যেমন মেনে নেব না, তেমনি চিকিৎসায় কোনো অবহেলা করলে সেটিও মেনে নিতে পারব না। চিকিৎসাসেবায় চিকিৎসকদের পাশাপাশি জনপ্রতিনিধিদের আরও সচেতন হতে হবে।

আজ বুধবার (১৭ এপ্রিল) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে চিকিৎসকদের নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

গত মঙ্গলবার চট্টগ্রামের পটিয়ায় চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে চিকিৎসা কাজে চিকিৎসকদের আরও বেশি মনোযোগী ও আন্তরিক হওয়ার পরামর্শ দেন ডা. সামন্ত লাল।

তিনি বলেন, চিকিৎসকদের যেমন সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার, আবার রোগীদের সুরক্ষা দেওয়ার দায়িত্বও আমার। যদি কোনো চিকিৎসকের বিরুদ্ধে পেশাগত দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে চান্দিনার মাধাইয়া ইউনিয়নের সোনাপুর কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন মন্ত্রী। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫