Logo
×

Follow Us

জেলার খবর

কক্সবাজারে বজ্রপাতে ২ লবণ শ্রমিকের মৃত্যু

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৪, ১৩:৩৩

কক্সবাজারে বজ্রপাতে ২ লবণ শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বজ্রপাতে দুই লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ মে) ভোরে পেকুয়া উপজেলার মগনামা ও রাজাখালী ইউনিয়ন সংলগ্ন লবণ মাঠে বজ্রপাতের সময় এই মৃত্যুর ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস।

বজ্রপাতে মৃতরা হলেন- উপজেলার মগনামা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোদাইল্যাদিয়া এলাকার জমির উদ্দিনের ছেলে দিদারুল ইসলাম (৩০) ও রাজাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছরিপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. আরফাত (১২)।

স্থানীয় সূত্র জানিয়েছেন, আজ ভোর রাত থেকে বৃষ্টি শুরু হলে ওই দুই শ্রমিক ভোরে লবণ তুলতে মাঠে ছুটে যায়। এসময় আকাশে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল। সকালে বৃষ্টি আর বজ্রপাতের এক পর্যায়ে লবণ মাঠে এই দুই শ্রমিকের  মৃত্যু হয়। স্থানীয়রা দুইজনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান জানান, সকালে রাজাখালী ও মগনামা এলাকায় দুই লবণ শ্রমিকের নিথর দেহ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। বজ্রপাতের আঘাতে তাদের মৃত্যু হয়।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, সকালে বজ্রপাতের ঘটনায় মাঠে কাজ করা অবস্থায় দুই লবণ চাষি নিহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫