Logo
×

Follow Us

জেলার খবর

ঝিনাইদহ সদর উপজেলায় জয়ী মাসুম, এনামুল ও তৃতীয় লিঙ্গের বর্ষা

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০০:২০

ঝিনাইদহ সদর উপজেলায় জয়ী মাসুম, এনামুল ও তৃতীয় লিঙ্গের বর্ষা

মিজানুর রহমান মাসুম, এনামুল, তৃতীয় লিঙ্গের বর্ষা খাতুন (হিজড়া)। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মিজানুর রহমান মাসুম বিজয়ী হয়েছেন। আজ বুধবার (৮ মে) বেসরকারি ফলাফলে নির্বাচিত হন তিনি। 

ফলাফলে দেখা গেছে, মাসুম ৩৫ হাজার ৫৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটমতম প্রতিদ্বন্দ্বী জে এম রশিদুল আলম পেয়েছেন ৩০ হাজার ৭৫৫ ভোট। 

বিজয়ী চেয়ারম্যান প্রাথী মিজানুর রহমান মাসুম এর আগে জাতীয় সংসদ ও পৌরসভা নির্বাচনে একাধিকবার প্রার্থী হয়ে পরাজিত হন। অবশেষে তিনি জয়ের দেখা পেলেন।

এছাড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে এনামুল হক ৪০৭০৭ ভোট পেয়ে বিজয়ী হন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ ইবনে আব্বাস পান ৪০৩২০ ভোট । প্রথম দিকের ভোট গণনায় আব্বাস বিজয়ী হলেও রাত সাড়ে ১১টার দিকে চূড়ান্ত ফলাফল আসলে আব্বাস ৩৮৭ ভোটে পরাজিত হন ।

অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্ষা খাতুন (হিজড়া) ৫৪২৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আরতী দত্ত পান ২৩৩৫২ ভোট।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫