Logo
×

Follow Us

জেলার খবর

বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত শতাধিক

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১৭:৫২

বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত শতাধিক

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় শতাধিক লোক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৯ মে) দুপুরে উপজেলার আগোয়া বাজারে এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান। 

নিহতরা হলেন, উপজেলার আগোয়া গ্রামের শুকুর মিয়ার ছেলে আব্দুল কাদির (২৫), বজলু মিয়ার ছেলে সিরাজ মিয়া (৫০) ও আলী রাজা মিয়ার ছেলে লিলু মিয়া (৪০)।

পলাশ রঞ্জন দে বলেন, উপজেলায় মন্দরী ইউনিয়নের আগোয়া গ্রামে ইউপি সদস্য সোহেল মিয়ার সঙ্গে পরাজিত ইউপি সদস্য প্রার্থী বদির মিয়ার বিরোধ ছিল। বৃহস্পতিবার দুপুরে দুজনের সমর্থনকারী অটোরিকশা চালক আব্দুল কাদির ও স্ট্যান্ড ম্যানেজার বদির মিয়ার মধ্যে বাজারে ঝগড়া হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে আব্দুল কাদির ও সিরাজ মিয়ার মৃত্যু হয়। এতে আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক লিলু মিয়াকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ দুদিক থেকে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ছুড়তে থাকেন। এসময় সংঘর্ষকারীরা একে অন্যের বসতঘর ভাংচুর করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫