Logo
×

Follow Us

জেলার খবর

টেকনাফে অস্ত্র ও গুলিসহ আটক ১

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৪, ১৭:০৭

টেকনাফে অস্ত্র ও গুলিসহ আটক ১

অস্ত্রসহ আটককৃত ব্যক্তি। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ থেকে অস্ত্র ও গুলিসহ মোহাম্মদ শফিক (৩২) নামে একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত শফিক হ্নীলা মৌলভীবাজার মরিচ্যাঘোনার মৃত আবদুল গফুরের ছেলে।

আজ মঙ্গলবার (১৪ মে) দুপুরে র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

র‌্যাব জানায়, সোমবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের কম্বনিয়াপাড়ায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ওই স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

পরে শফিকের দেহ তল্লাশীকালে তার কাছ থেকে দেশীয় তৈরি ১টি এলজি, ২ রাউন্ড শটগানের কার্তুজ ও ১ রাউন্ড শটগানের খালি খোসা উদ্ধার করা হয়। 

তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫