Logo
×

Follow Us

জেলার খবর

নাটোরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৪, ২০:০০

নাটোরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

প্রতীকী ছবি

নাটোরে একটি মাদক মামলার রায়ে আবু তালেব (২০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 

আজ মঙ্গলবার (১৪ মে) বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ অম্লান কুসুম জিষ্ণু আসামির উপস্থিতিতে এ রায় দেন।

একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ২০২১ সালের ১২ ডিসেম্বর রাতে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোলপ্লাজায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী নৈশ কোচে তল্লাশি চালিয়ে তালেব ও নাছির নামে দুই যাত্রীর ব্যাগ থেকে ৪০ গ্রাম করে ৮০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। তবে তদন্ত শেষে ২০২২ সালের ১০ জানুযারি পুলিশের দাখিল করা অভিযোগপত্রে নাছিরকে স্কুলছাত্র হিসেবে উল্লেখ করা হয়। এ কারণে আবু তালেবকে জেলা জজ আদালতে সাজা দেওয়া হলেও নাছিরকে বিচারের জন্য শিশু আদালতে পাঠানো হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫