‘সারাদিনে ভোট পড়ে ৩০০, বিকালে বাড়িয়ে বানাচ্ছে ৩ হাজার’

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৪, ১৮:১৮

উপজেলা নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য রাখছেন কামরুল ইসলাম খোকন।
‘সারাদিন ধরে একটি কেন্দ্রে ভোট পড়ছে ৩০০। বিকালে তা বানানো হচ্ছে ৩০০০। এ কারণে ভোটের উপর মানুষের আস্থা নেই।’
ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক কামরুল ইসলাম খোকন এসব মন্তব্য করেন। তার এই বিস্ফোরক মন্তব্য টক অব দা টাউনে পরিণত হয়েছে।
গতকাল বুধবার (১৫ মে) ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট বাজারে এক নির্বাচনী সভায় এ বক্তব্য রাখেন তিনি।
সদর উপজেলার রুহিয়া এলাকায় নির্বাচনী প্রচারণা সভায় আরো বলেন, ‘ভোট কেন্দ্রে ভোটার আসে না। হাত ধরে টেনে আনলেও আসতে চায় না। কেন্দ্রে সারাদিন সাংবাদিক, রাজনীতির দলের নেতা, বিভিন্ন প্রার্থীর পুলিং এজেন্টরা থাকছে। তারাই দেখছেন সারাদিন ধরে একটি কেন্দ্রে ভোট পড়ছে ৩০০। আর বিকাল হলে প্রিজাইডিং কর্মকর্তা ৩০০ থেকে তা বাড়িয়ে বানাচ্ছে ৩০০০। আমি আওয়ামী লীগ করি, এর জন্য আমরাই দায়ী। হামরা (আমরা) এমনভাবে রাজনীতি করছি যে, এখানে আওয়ামী লীগ ছাড়া আর কেউ থাকবে না। গণতান্ত্রিক রাষ্ট্রে আওয়ামী লীগ থাকবে, বিএনপিসহ সব দল থাকবে। স্বাধীনতার ৫২ বছরে এদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি।’
কামরুল বলেন, ‘রাজনীতিবিদরা রাজনীতিকে নষ্ট করে এটাকে ব্যবসায় পরিণত করছে। চালাকি, ধান্ধাবাজি আর চালবাজি করে আমরা ভোটটা করছি। এই তানে (একারণে) মানুষের ভোটের প্রতি আস্থা নেই। ভোট দিতে মানুষ ভোট কেন্দ্রে যায় না।’
৬ষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ছাত্রলীগের সাবেক এই নেতা। এই উপজেলায় আওয়ামী লীগের চারজন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন।