Logo
×

Follow Us

জেলার খবর

ভোটারকে চড় মারার অভিযোগ চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৪, ১৩:২০

ভোটারকে চড় মারার অভিযোগ চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে

উপজেলা নির্বাচনের প্রতীকী ছবি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক এক ভোটারের গালে চড় মেরেছেন বলে অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। প্রতিদ্বন্দ্বী ওই দুই চেয়ারম্যান প্রার্থী আপন চাচা-ভাতিজা।

এ ঘটনায় প্রার্থী ভাতিজা রাকিবুজ্জামান আহমেদ প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপন চাচা মাহবুবুজ্জামান আহমেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। গত মঙ্গলবার রাতে রিটার্নিং কর্মকর্তা বরাবর তিনি  অভিযোগ করেন। এরআগে উপজেলার কাশীরাম গ্রামে নির্বাচনী কর্মীকে মারধরের ঘটনা ঘটে।

প্রার্থী রাকিবুজ্জামান আহমেদ সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপির ছেলে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুবুজ্জামান আহমেদ এমপির ছোট ভাই। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী আপন চাচা-ভাতিজা।

অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোটের প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী চাচা মাহবুবজামান আহমেদ প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী ভাতিজা রাকিবুজ্জামান আহমেদের সমর্থক ও কর্মীদের কখনো ফোনে আবার কখনো সরাসরি হুমকি দিয়ে আসছে। একপর্যায়ে মঙ্গলবার বিকেলে উপজেলার কাশীরাম গ্রামে আনারস প্রতীকের প্রার্থী রাকিবুজ্জামান আহমেদ প্রচারণা চালাতে গেলে তাদের গতিরোধ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী চাচা মাহাবুবুজ্জামান আহমেদ ও তার দুই ছেলে। এসময় মেহরাবুর রহমান নামে আনারস প্রতীকের এক কর্মীকে প্রকাশ্যে মারধর করে ঘোড়া প্রতীকের প্রার্থী চাচা মাহবুবুজ্জামান আহমেদ। এসময় উপস্থিত থাকা ভাতিজা রাকিবুজ্জামানের স্ত্রী ও ফুফুসহ নারী কর্মীদের অশ্লীল ভাষায় গালাগালি করেন মাহবুবুজ্জামান আহমেদ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সহকারী রিটারনিং কর্মকর্তা ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ। 

এ বিষয়ে আহত কর্মী মেহরাবুর রহমান বলেন, প্রার্থী রাকিবুজ্জামান আহমেদের পক্ষে নির্বাচনী কাজ করায় ক্ষেপে গিয়ে প্রকাশ্যে তাকে মারধর করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী চাচা মাহাবুবুজ্জামান আহমেদ। এসময় নারী কর্মীদের তিনি অকথ্য ভাষায় গালাগালি করেন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম বলেন, খবর পেয়েই তিনি ঘটনাস্থলে যান এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে ঘটনার প্রাথমিক সততা পান।

এ ব্যাপারে কালিগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, খবর পেয়েই ঘটনা স্থালে গিয়ে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। 

আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও তিনি জানান। 

প্রার্থী ভাতিজা রাকিবুজ্জামান আহমেদ বলেন, নির্বাচনের শুরু থেকেই খুব উগ্র আচরণ দেখিয়ে আসছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী চাচা মাহাবুবুজামান আহমেদ। তিনি নিজেই রাগান্বিত হয়ে কর্মীর উপর হাত তুলেছেন। আর নারী কর্মীদের অশ্রাব্য ভাষায় গালি দিয়েছেন। এসব বিষয় নিয়ে তিনি  রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দিয়েছেন  বলেও জানান। 

নির্বাচনী কর্মীকে মারধরের ঘটনা অস্বীকার করে অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী মাহবুবজামান আহমেদ বলেন, নির্বাচনী প্রচারণার সময় কোন কর্মীকে মারধরের ঘটনা ঘটেনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫