Logo
×

Follow Us

জেলার খবর

খাগড়াছড়িতে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৪, ১৫:০৮

খাগড়াছড়িতে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার

হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে ক্লুলেস হত্যাকাণ্ডের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৭ মে) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, নিহত ঈশ্বরী বালা ত্রিপুরার গলা ও কানে পরিধেয় স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়ার পর বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে তাকে খুন করে বিবেকানন্দ ত্রিপুরা। প্রথমে কিল ঘুষি মারার পর শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ গুম করা হয়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গেল বুধবার মরদেহ উদ্ধারের পর অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করা হয়। মামলা গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে ভারত পালিয়ে যাওয়ার সময় পানছড়ি উপজেলার লোগাং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে এবং তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। আসামি আর্থিক দায়গ্রস্ত থাকায় স্বর্ণালংকার ছিনিয়ে নেয় বলে জানায়।

উল্লেখ্য, গেল শনিবার রাতে পাশের বাড়ি থেকে মোবাইল চার্জ দিয়ে ফেরার পথে নিখোঁজ হন ঈশ্বরী ত্রিপুরা। নিখোঁজের ৫ দিন পর জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নের কলাবন নামক এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫