উপজেলা নির্বাচন: ভোটার মাঝে মধ্যে কেন্দ্রে আসছে

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৪, ১৩:৩৫
লালমনিরহাটের একটি ভোট কেন্দ্রের চিত্র। ছবি: লালমনিরহাট প্রতিনিধি
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচনে লালমনিরহাটের আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে। দুই উপজেলায় ১৪৪টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা।
আগেরদিন কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম প্রেরণ করা হলেও সকালে কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে ব্যালট সরবরাহ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ মে) সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম। মাঝে মধ্যে ২/৩ জন করে ভোটার কেন্দ্রে আসছে। কেন্দ্রের বাইরে ভিড় থাকলেও ভিতরে ভোটার সংখ্যা খুবই নগণ্য। তবে দীর্ঘ লাইন কোন কেন্দ্রেই চোখে পড়েনাই। জেলায় বোরো ধান কাটার মৌসুম চলায় স্থানীয়রা তাদের কাজকর্মে ব্যস্ত থাকায় এমনটা হচ্ছে বলে ধারণা করছেন কেন্দ্রের দায়িত্বে থাকা লোকজন। তবে বেলা বাড়ার সাথে সাথে কিছু কিছু কেন্দ্রে ভোটার সংখ্যা বাড়তে শুরু করেছে।
এদিকে সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ২১ ভোট ও দুহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৭ ভোট পরেছে। একই সময় আদিতমারী উপজেলার ভেলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ২৭ ভোট ও সাপ্টিবাড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরেছে মাত্র ৩১ ভোট পড়ে।
এসব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ বলছেন, গ্রামের মানুষজন সকাল থেকেই কাজে বের হন। তারা কাজ শেষে দুপুরের পর অবশ্যই ভোট কেন্দ্রে আসবেন।
দুটি উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন পুরুষ, ভাইস চেয়ারম্যানপদে ১১জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজনসহ মোট ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।এ দুই উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৫২৮ জন। নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে র্যাব, পুলিশ, আনসারের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন।