মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে আরিফুল ও লৌহজংয়ে বিএম শোয়েব নির্বাচিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২৪, ১২:২০

আরিফুল ইসলাম হালদার ও বিএম শোয়েব। ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে হেলিকপ্টার প্রতীকের প্রার্থী আরিফুল ইসলাম হালদার ও লৌহজং উপজেলায় দোয়াত কলম প্রতীকের প্রার্থী বিএম শোয়েব নির্বাচিত হয়েছেন।
লৌহজং উপজেলা পরিষদ নির্বাচনে ২০ হাজার ৮১৪ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী বিএম শোয়েব। তার প্রাপ্ত ভোট ৫৬ হাজার ৪৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী আব্দুর রশীদ সিকদার পেয়েছেন ৩৫ হাজার ৬৫৩ ভোট।
অপরদিকে টঙ্গিবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ১০ হাজার ২২৩ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হেলিকপ্টার প্রতীকের প্রার্থী আরিফুল ইসলাম হালদার। তার প্রাপ্ত ভোট ৪০ হাজার ১৪৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী কাজী ওয়াহিদ প্রাপ্ত ভোট ২৯ হাজার ৯২৫ ভোট।