Logo
×

Follow Us

জেলার খবর

দেবীগঞ্জ উপজেলায় নির্বাচিত হলেন যারা

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৪, ১৩:০৭

দেবীগঞ্জ উপজেলায় নির্বাচিত হলেন যারা

উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থীরা। ছবি: পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হওয়া দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মদন মোহন রায়। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ।

গতকাল মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৬৭টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে দশ টায় আনুষ্ঠানিকভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে মদন মোহন রায় হেলিকপ্টার প্রতীক নিয়ে ৩৪ হাজার ৩৭৪ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসনাৎ জামান চৌধুরী জর্জ আনারস প্রতীক নিয়ে ২৯ হাজার ৩৩২ ভোট পেয়েছেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মঞ্জুরুল ইসলাম মনু তালা প্রতীক নিয়ে ৪৪ হাজার ১০ ভোট পেয়ে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন রিতু আক্তার। তিনি ৪২ হাজার ১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, নির্বাচনে মোট ভোট দিয়েছেন ৫৫.৪৪ শতাংশ ভোটার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫