ইসলামিয়া কামিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। ছবি: মানিকগঞ্জ প্রতিনিধি
ঐতিহ্যবাহী ইসলামিয়া কামিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ফাজিল (অনার্স পাস) সবক-২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৬ মে) সকাল ১১টায় হিজুলি এলাকায় মাদ্রাসার দ্বিতীয় ক্যাম্পাসে এ সংবর্ধনা ও সবক অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মাদ আতিকুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাহউদ্দীন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, সাভার ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর মো. সালেহ, সরকারি দেবেন্দ্র কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুস সালাম।
এসময় বৈকুন্ঠুপর দাখিল মাদ্রাসার সুপার মো. সোলাইমান, স্বরূপাই দাখিল মাদ্রাসার সুপার মো. ইউসুফ আলী, গোলড়া মাদ্রাসার সুপার মো. লিয়াকত হোসাইন, তালীমুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মো. মোহসিন উদ্দীনসহ মাদ্রাসার আলিম ফাজিল ও কামিল স্তরের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সবক প্রদান ও দোআ-মুনাজাত পরিচালনার করেন মাওলানা মোহাম্মদ ইয়াহইয়া। মাদ্রাসায় কামিল স্তরে হাদিস বিভাগের পাশাপাশি ফিকহ বিভাগ এবং ফাজিল পাস কোর্সের পাশাপাশি অনার্স পাস এর কার্যক্রম শুরু করায় আল্লাহর নিকট শুকরিয়া আদায় করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ থেকে অতিথি ও কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।