Logo
×

Follow Us

জেলার খবর

শপথ নিলেন পুঠিয়া ইউপি চেয়ারম্যান ও সদস্যরা

Icon

পুঠিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৪, ১৮:৩২

শপথ নিলেন পুঠিয়া ইউপি চেয়ারম্যান ও সদস্যরা

ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ।

রাজশাহীর পুঠিয়া উপজেলার সদর পুঠিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ৯ জন ও তিনজন সংরক্ষিত নারী সদস্যরা শপথ নিয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ মে) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ও পুঠিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যান খ. ম জাহাঙ্গীর আলম জুয়েলকে শপথবাক্য পাঠ করান রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আহমেদ।

পরে পুঠিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম নূর হোসেন নির্ঝর।

নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক শামীম আহমেদ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫