Logo
×

Follow Us

জেলার খবর

ঝিনাইদহে মাঠ থেকে লাশ উদ্ধার

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৪, ১৫:৫৩

ঝিনাইদহে মাঠ থেকে লাশ উদ্ধার

লাশ দেখতে মানুষের ভিড়। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জের বাসুদেবপুর মাঠ থেকে তারাপদ বিশ্বাস (৯৫) নামের এক বৃদ্ধর অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৩১ মে) দুপুরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

তিনি মাগুরা জেলার শালিখা থানার শ্রীফলতলা গ্রামের কাত্তিক বিশ্বাসের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, গত শুক্রবার মাগুরার শালিখা থানার শ্রীফলতলা গ্রামের বৃদ্ধ তারাপদ বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামে নামযজ্ঞ শুনতে আসে। এরপর রবিবার বিকালে কালীগঞ্জের বাসুদেবপুর মাঠ পার হয়ে ওই গ্রামেরই পরিচিত এক স্বজনের বাড়ি যাচ্ছিল। এর পর থেকেই সে নিখোজ ছিল। এরপর আজ দুপুরে ওই গ্রামের মাঠের একটি পাট ক্ষেতে তার অর্ধ-গলিত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে। বৃদ্ধ মানুষ হওয়াতে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫