Logo
×

Follow Us

জেলার খবর

নির্মাণ শ্রমিককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল সিকিউরিটি গার্ডের

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৪, ১৮:২৫

নির্মাণ শ্রমিককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল সিকিউরিটি গার্ডের

কক্সবাজার সদর মডেল থানা। ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট এক নির্মাণ শ্রমিককে বাঁচাতে গিয়ে সাইমন নামের এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন৷

গতকাল রবিবার (২ জুন) সন্ধ্যা ৬টার দিকে বিজিবি ক্যাম্প সংলগ্ন চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইমন ঈদগাঁও উপজেলার বাসিন্দা। 

স্থানীয়রা জানান, শহীদ নামের এক ব্যক্তির ভবনে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন সাইমন। ভবনটিতে নির্মাণ শ্রমিক রাসেল বিদ্যুৎস্পৃষ্ট  হলে তাকে বাঁচাতে যান সাইমন। এতে দুইজনই বিদুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইমনকে মৃত ঘোষণা করেন। আহত রাসেল কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে রাখা হয়েছে। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫