Logo
×

Follow Us

জেলার খবর

শৈলকুপায় করিমন উল্টে চালক নিহত

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৪, ২০:০৩

শৈলকুপায় করিমন উল্টে চালক নিহত

শৈলকুপায় করিমন উল্টে চালক নিহত। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় করিমন উল্টে চালক এনামুল হোসেন (৩৫) নিহত হয়েছেন। আজ সোমবার (৩ জুন) দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের বিএলকে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মাসুম হোসেন নামের এক যুবক আহত হয়েছেন।

নিহত এনামুল হোসেন উপজেলার যুগীপাড়া গ্রামের মুকা আলীর ছেলে৷

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে কাঠ আনার জন্য করিমন নিয়ে গাড়াগঞ্জ থেকে বিএলকে বাজারে যাওয়ার পথে ওই সড়কের মীর শাহাবুদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে করিমন উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক এনামুলের মৃত্যু হয়। আহত হয় করিমনে থাকা যুবক মাসুম। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫