Logo
×

Follow Us

জেলার খবর

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হতাহত ৩

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৪, ২৩:৫০

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হতাহত ৩

চুয়াডাঙ্গা জেলার মানচিত্র। ফাইল ছবি

চুয়াডাঙ্গার সদর উপজেলার কিরনগাছী গ্রামে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন হতাহত হয়েছেন। আজ সোমবার (৩ জুন) বিকাল সাড় ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। 

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ সেকেন্দার আলী জানান, সদর উপজেলার যুগীরহুদা গ্রামের তুফান মন্ডলের ছেলে আবুল হোসেন (৫৬) ও জেলার দামুড়হুদা উপজেলার গহেরপুর গ্রামের আহার আলীর ছেলে মিলন হোসেন (২৪) এবং একই গ্রামের খোকন মন্ডলের ছেলে টুটুল রহমান (২৬) দুটি মোটরসাইকেল চেপে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোর্শেদ আলম পরীক্ষা নিরীক্ষা শেষে টুটুল রহমানকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন। আহত দুজনের চিকিৎসা চলছে বলে তিনি জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫