Logo
×

Follow Us

জেলার খবর

পিরোজপুরে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

Icon

পিরেজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ১৭:১৭

পিরোজপুরে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি: পিরেজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে পালিয়ে থাকা ছয় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৪ জুন) সকালে পিরোজপুর আদালতে আসামিদের প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (৩ জুন) রাতে ইন্দুরকানী থানা পুলিশের এসআই আব্দুল জলিলের নেতৃত্বে কয়েকজন ফোর্স নিয়ে উপজেলার কালিবাড়ি লাহুরি ও ইকড়বুনিয়া গ্রাম থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- লাহুরি গ্রামের মোসলেম শিকদারের ছেলে মহিদ শিকদার, জঙ্গে আলি সেখের ছেলে হালিম সেখ, ইকরবুনিয়া গ্রামের মোনছের সেখের ছেলে মনির সেখ ওরফে ভেড়া মনির ও তার তিন ছেলে ছাব্বির সেখ, নাইম সেখ শাকিল সেখকে গ্রেপ্তার করে পুলিশ।

এসআই আব্দুল জলিল জানান, আসামিরা দীর্ঘ দিন পালিয়ে ছিলেন। আদালত কর্তৃক ওয়ারেন্ট পেয়ে আমরা পুলিশ পাড়েরহাট ইউনিয়নের দুর্গম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫