Logo
×

Follow Us

জেলার খবর

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পর্যটকের

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ১৩:৩৩

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পর্যটকের

কক্সবাজারের মেরিনড্রাইভ সড়ক। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মেরিনড্রাইভ সড়কে সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পর্যটক নিহত হয়েছেন। নিহত হলেন মোহাম্মদ তুষার (২২),  এসময় শাহজাহান (২৩) নামে আরেক পর্যটক আহত হয়েছেন। 

গতকাল শনিবার (৮ জুন) বিকেলের দিকে রামু উপজেলার হিমছড়ি পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত পর্যটক কুমিল্লার বাসিন্দা বলে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রামু  থানার ওসি মো. আবু তাহের দেওয়ান। 

তিনি জানান, বিকেলের দিকে কলাতলী থেকে ঘণ্টায় ৩০০ টাকায় মোটরসাইকেল ভাড়া নেন তুষার ও শাহাজাহান। তারা মোটরসাইকেল নিয়ে টেকনাফের মেরিন ড্রাইভের উদ্দেশ্য রওনা হন। তারা হিমছড়ি পয়েন্টে পৌঁছালে টেকনাফের দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়। মোটরসাইকেলের পেছনে থাকা আরোহীও গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আরেকজনের অবস্থা গুরুতর হাওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫