Logo
×

Follow Us

জেলার খবর

পিরোজপুরে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহি নিহত

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ১৪:৩৯

পিরোজপুরে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহি নিহত

সড়ক দুর্ঘটনার শিকার মোটরসাইকেল ও বাস। ছবি: পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে বাসের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। আজ রবিবার (৯ জুন) সকালে স্বরূপকাঠি-বরিশাল মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মো. সাকিল (২৬), মো. সাইফুল (৩৭)। সাকিল ওই গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে। এছাড়া সাইফুল একই গ্রামের ফজলুল করিমের ছেলে।

জানা গেছে, সাকিল ও সাইফুল মোটরসাইকেলে করে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন। তারা কুনিয়ারি বেইলি ব্রিজের উপর উঠলে সামনে থেকে একটি বাস ধাক্কা দেয়। পুলিশ বাসের ড্রাইভারকে আটক করে বাসটি জব্দ করেছে।

নেছারাবাদ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মো. শাহারুখ মল্লিক জানান, হাসপাতালে আনার পূর্বেই ওই দুইজনের মৃত্যু হয়েছে।

নেছারাবাদ থানার উপ-পরিদর্শক মো. পনির খান জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বাসটি জব্দসহ ড্রাইভারকে আটক করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫