মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৪, ২৩:১৪

মহেশখালী থানা। ছবি: কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর জেএমঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার জেএমঘাটের নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিজান স্থানীয় মো. আকবরের ছেলে।
নিহত মিজানের পরিবার জানায়, বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় মিজান। পরে মিজানকে উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী।