Logo
×

Follow Us

জেলার খবর

কোরবানির বাজার মাতাবে শত কেজির তোতাপুরি

Icon

নাসিম আনসারী, ঝিনাইদহ

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ১২:৪৭

কোরবানির বাজার মাতাবে শত কেজির তোতাপুরি

তোতাপুরি জাতের ছাগল। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

বিশাল দেহের গরু বা মহিশ দেখেছি আমরা। কিন্তু খাসি ছাগল কি দেখা হয়েছে। আজকে থাকছে বিশাল এক খাসি ছাগলের গল্প। ছাগলটির ওজন বেশি না মাত্র ১০০ কেজি। ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মির্জাপুর ইউনিয়নে গেলে দেখা মিলবে এই বিশাল ছাগলের।

খাসির মালিক রানীনগর গ্রামের আমজেদ শেখ। তিনি জানান, তার নিজ বাড়িতেই গত ৩ বছর আগে এই খাসির জন্ম হয়। তোতাপুরি জাতের ছাগল এটি। পরম মমতায় সন্তানের মতো বড়ো কার হয় ছাগলটিকে। দেখতে দেখতে বিশাল আকার ধারণ করে ছাগলটি।  

ছাগলটির খাদ্য তালিকায় ছিল আখেরগুড়, আম, কলা, ছোলা, খড় ও ছোলা। আমার আরো খাসি ও মাদি ছাগল আছে। কিন্তু এর প্রতি বিশেষ যত্ন নেওয়া হয় কারণ তার শারীরিক গঠন। সন্তানের মতো আদর স্নেহে লালন পালন করি আমরা তাকে। কারণ কোরবানির জন্য প্রস্তুত করা। এবছর খাসিটিকে বিক্রি করতে চাই। দাম হাকছেন দেড় লাখ টাকা।

তিনি আরো জানান, এসব ছাগল পুষতে অনেক খরচ। প্রতিদিন প্রায় ২০০ টাকার খাবার দিতে হয়। আমাদের মতো কৃষি পরিবারে এমন ছাগল একপর্যায়ে লালন-পালন করা খুব কঠিন হয়ে পড়ে। সামান্য লাভ হলেই ছেড়ে দেব। তাছাড়া ছাগলটির গায়ের রং খুব আকর্ষণিয়। হালকা খয়েরি রং, কান সাদা। যা মানুষকে সহজেই আকৃষ্ট করে। তবে ও শান্ত স্বভাবের।

তিনি সর্বশেষ বলেন, এ ধরনের দামে এমন ছাগল এই মফস্বল শহরে বিক্রি করা খুব কঠিন। এবার কোরবানি পশুর বাজার দর নেই বললেই চলে। তাই রাজধানীতে নিয়ে যাবো। সেখানে গেলে এই ছাগলের উপযুক্ত দাম পাওয়া যেতে পারে। তবে ছাগলটি আমাদের খুব মায়ার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫