Logo
×

Follow Us

জেলার খবর

নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ১৭:০৩

নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার

লাশ উদ্ধারের প্রতীকী ছবি

নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বনগ্রামের একটি ঘেরের পাশ থেকে শিবাজিত বিশ্বাস (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। শিবাজিত বনগ্রাম এলাকার শিপন বিশ্বাসের ছেলে। বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিবাজিতের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

যদিও তার পরিবারের দাবি, শিবাজিতের বাবার সাথে ব্যবসায়ী খান মোহাম্মদ কবিরের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে শিবাজিতকে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত খান মোহাম্মদ কবির বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অপপ্রচার করা হচ্ছে। প্রথমে তাদের পরিবারের পক্ষ থেকে ঘেরে ডুবে মারা গেছে বলা হলেও একটি মহলের ইন্ধনে হত্যাকাণ্ডের অপপ্রচার চালানো হয়েছে। সঠিক তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিবাজিতের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশের ময়না তদন্ত করা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫